ইটনায় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সোয়াইর কারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও মাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে তাড়াইল থানায় ইয়াছির আরাফাত কৃর্তৃক দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। আজ শনিবার সকালে উপজেলার চৌগাংগা কমলভোগ গ্রামে চৌগাংগা-কুর্শি সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের বক্তারা বলেন, চৌগাংগা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিমের ভাগ্নে মোজাম্মেলের সাথে একই এলাকার রফিক মিয়ার নারী গঠিত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিষয়ে রফিক মিয়া আব্দুল হাকিমের কাছে বিচার প্রার্থী হলে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। এতে ক্ষিপ্ত হয় ১৭ এপ্রিল আব্দুল হাকিম ও রফিক মিয়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে প্রিন্সিপালের উস্কানিতে পূর্ব শত্রুতার জেরে তারই ভাগ্নে চৌগাংগা ফাজিল মাদ্রাসার শিক্ষক ইয়াছির আরাফাত, গোলাম মোস্তফা ও মাজহারুল ইসলামসহ ৮জনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। তাই দ্রুত মিথ্যা অভিযোগ এনে দায়ের করা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

Share.