ইটনায় ৯ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

0

স্টাফ রিপোর্টারঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে আজ রবিবার কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া নির্বাচনের ভোট গ্রহণ বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন চলবে।

সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধ উপস্থিতি দেখা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ইটনা উপজেলায় ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন উপ-পুলিশ পরিদর্শক, ৫ জন পুলিশ ও ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এ ছাড়া এসব বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সাথে ও ভিন্ন ভিন্ন স্ট্রাইটিং টিম হয়ে মাঠে কাজ করছে। তাছাড়া পুলিশের টহল টিম মাঠে অবস্থান করছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। এখানে মোট ভোটার রয়েছে ১লক্ষ ৩১হাজার ১২০ জন। এরমধ্যে পুরুষ ৬৭ হাজার ১৯৩, মহিলা ৬৩ হাজার ৯২৭ জন।

Share.