কটিয়াদীতে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, উপস্থাপক, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উপদেষ্টা, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা পাবলিক লাইব্রেরির সদস্য সচিব, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের সহকারি অধ্যাপক অকাল প্রয়াত শামসুজ্জামান সেলিম এর স্মরণে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি চত্বরে এ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীর শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য অর্পন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জিসান আজাদের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন অর রশিদ, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক ও আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু, নজরুল একাডেমি উপজেলা শাখার সহ-সভাপতি সঙ্গীতজ্ঞ দীপক কুমার রায়, উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সঙ্গীত প্রশিক্ষক বিজন সাহা, পূর্বচর পাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফখরুল আলম, কবি বেবী মোস্তফা, সোনালী ব্যাংক লি. কুলিয়ারচর শাখার ব্যবস্থাপক আবুল কাসেম, চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ঢাকা বুলবুল ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক আর আই স্বপন, সারগাম ললিতকলা একাডেমির আহ্বায়ক দেবাশীষ বণিক, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সরকার, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজীব কুমার সরকার পলাশ, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার আচার্য্য শশী, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, পুঁথি পাঠক রঞ্জু সরকার, কিশোরগঞ্জ যাদুশিল্পী থিয়েটারের সাধারণ সম্পাদক কবি পলাশ বিশ্বাস, সারগাম ললিত কলা একাডেমির সদস্য সচিব পল্টন সাহা, কবি সাদেকুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, বাচিকশিল্পী ফারিয়া জ্যোতি, নাট্যকর্মী সাব্বির আহমেদ, আশরাফিজুর রহমান হৃদয়, হাসিবুল হাসান শান্ত, শাহরিয়ার হোসেন রিপন, ফুয়াদ হাসান আদর, মো. সালাহ উদ্দিন, খালেদ ইবনে সাঈদ তানজীম, রেজাই রাব্বী নিঝু, জহির রায়হান হাসান, একিউএম রাকিব, সংগঠনের সদস্য সুদীপা সাহা, রেহনুমা কবীর, কাওসার রানা, জাকিয়া সুলতানা, আব্দুল্লাহ আবেদীন, হাসানুর রহমান সাকিন, আইমান বিন হামিদ অমি, তাশরীফ, নিয়ন, জয়, নওফেল, নাহিদ, ইফতি, তৌসিফ প্রমূখ।

প্রদর্শনী শেষে প্রয়াত শামসুজ্জামান সেলিমকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরিবারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর ছেলে সাজিদ সেলিম।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, এ জনপদে সাংস্কৃতিক কর্মকান্ড আরো গতিশীল করার মাধ্যমে আমরা প্রয়াত শামসুজ্জামান সেলিমের স্মৃতিকে ধরে রাখতে পারবো। তাই আসুন সম্মিলিতভাবে তাঁর প্রচেষ্টাকে এগিয়ে নিতে চেষ্টা করি। পরিশেষে তাঁর আত্মার শান্তি কামনা করছি। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেছেন।

Share.