কটিয়াদীতে কবি সুকান্তের প্রয়াণ দিবসে দেয়ালিকা প্রকাশ

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৫তম প্রয়াণ দিবসে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্র দেয়ালিকা ‘দ্র্মুর’ প্রকাশ করেছে। শুক্রবার দুপুর ১২টায় কটিয়াদী সরকারি কলেজ চত্বরে এ দেয়ালিকা উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈম, সাধারণ সম্পাদক জিসান আজাদ, সদস্য ফুয়াদ হাসান আদর, শরীফুল ইসলাম শাপু, নবজিৎ সাহা, কাওসার রানা, হৃদয় আহমেদ উপস্থিত ছিলেন।

দেয়ালিকাটি বদরুল আলম নাঈমের পরিকল্পনায় জিসান আজাদ, মাহবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, ফুয়াদ হাসানের তত্ত্বাবধানে শামসুল হক, বৃষ্টি আক্তার, কাওসার আহমেদ, সোমাইয়া জান্নাত, নাজিয়া সুলতানা, শাহানারা, আছিয়া আক্তার, স্বপ্না, সোনিয়া, শাহরিয়া আলম প্রীতি, বৃষ্টি আক্তার অলংকরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ ধরণের উদ্যোগ জরুরী। আশা করি এ দেয়ালিকা কিছুটা হলেও কবি সুকান্ত ভট্টাচার্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে।

আয়োজকরা কবি সুকান্ত পরিচালিত শিশু-কিশোর সংগঠন ‘কিশোর বাহিনী’ কে গতিশীল করার আহ্বান জানান। যা অধুনা বিস্তার লাভ করা ‘কিশোর গ্যাং’ সংস্কৃতিকে সমগ্র দেশ থেকে সমূলে উৎপাটন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং শিশু-কিশোরদের সুনাগরিক তথা দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুরে। বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’,‘পূর্বাভাস’, ‘অভিযান’, ‘হরতাল’। তাঁর কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

Share.