কটিয়াদীতে লুটপাটের ঘটনায় আদালতে মামলা

0
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব শত্রুতার জেরে লুটপাটের ঘটনায় আদালতে মামলা হয়েছে।  মোঃ নং ২২৩/২২। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১৭ জুলাই রাতে আনুমানিক ১.০০ ঘটিকায়  কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় আজিজুল গং।  হামলার ঘটনার কিছু দিন পৃর্বে  মামলার বাদী মনির উদ্দিনের ছেলে  অপু কে মারপিট করে  গুরুতর আহত করে আজিজুল গং সেই ঘটনায় কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা আছে যার মোঃ নং ১৫(৪)২২ এ-র ঠিক ১৫ দিন পরে আবার আজিজুল গং বাদী মনির উদ্দিনের ভাই আতাজুল কে মারপিট করে  আহত করে সে ঘটনার বিষয়েও কটিয়াদী মডেল থানায় মামলা চলমান যার মোঃ নং ৩১(৫)২২।  এরই জের ধরে আজিজুল গং ১৭ জুলাই রাত আনুমানিক ১.০০ ঘটিকায়  বাদীর বাড়ী ঘরে অতর্কিত  হামলা চালিয়ে  গোয়ালঘর থেকে  গরু, স্বর্ণালঙ্কার ও  লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী মনির হোসেন বলেন, অভিযুক্তরা কিছুদিন পর পর আমাদের ওপর হামলা চালায়। ঘটনার দিন ১৫ থেকে ২০ জন  দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে গোয়ালঘর থেকে গরু, স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট করে। আমরা আদালতের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
Share.