কিশোরগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি বলেন, আমাদের বিশাল জনগোষ্ঠীকে যদি ডিজিটালি কাজে লাগানো যায়, তবে তারা মানবসম্পদে পরিণত হয়ে বিদেশ থেকে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আনবে। আমাদের দেশের মানুষের মনোবৃত্তি শুধু এমএ পাস করা লাগবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। এই মনমানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। যারা মেধাবী তারা গবেষণামূলক কাজ করবে। আর যারা মেধায় পিছিয়ে তাদেরকে আমরা অবশ্যই কারিগারি শিক্ষায় শিক্ষিত করব। আমাদের যে মানবসম্পদ আছে তা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেক্টরেটের সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস।

দুই দিনব্যাপী এ মেলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ৮১টি সরকারি দপ্তর স্টল প্রদর্শন করছে।

Share.