কিশোরগঞ্জে ভাসমান বেডে ঘাস চাষ ও কৃষি যন্ত্রের উপর এডাপটিভ ট্রায়াল

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ভাসমান বেডে ঘাস চাষের উপর মাঠ দিবস ও বারি বিজ্ঞানীদের উদ্ভাবিত বভিন্ন যন্ত্রের উপর কৃষকদের মাঝে এডাপটিভ ট্রায়াল দেয়া হয়েছে। আজ শনিবার সকালে এর আয়োজন করে কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে ভাসমান বেডে ঘাস চাষ পদ্ধতি ও লাভজনক হওয়ার কৌশল, বারি উদ্ভাবিত বীজ বপন যন্ত্রের মাধ্যমে কম সময়ে বীজ বপন ও ৪০ পার্সেন্ট বীজ সাশ্রয়, ভুট্টা মাড়াই যন্ত্রের ব্যবহার ও বারি কম্পোস্ট সেপারেটরের মাধ্যমে কেঁচো সার পৃথকিকরণ পদ্ধতি দেখানো হয়।

এসময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেবা ও সরবরাহের পরিচালক ড. মোঃ কামরুল হাসান, ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ প্রফেসর আল আমিন, কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের র্উধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ উদ্দিন উপস্থিত ছিলেন।

Share.