কিশোরগঞ্জ তিন উপজেলায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

0

নিজস্ব প্রতিবেদকঃ

শেষ হয়েছে কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। জেলার তিন উপজেলা হলো করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুর উপজেলায়। গতকাল ১১ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে আওয়ামী লীগের ২০ প্রার্থী, জাতীয় পার্টির ৪জন ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৫জন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছৈন।

করিমগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়ন রয়েছে। এতে ৬টিতে আওয়ামী লীগ, ১ টিতে জাতীয় পার্টি ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আরিফ উদ্দিন আহমেদ কনক, জাফরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাদাৎ মোঃ সায়েম, গুজাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ মাসুদ, বারঘরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কামরুল আহসান কাঞ্চন, গুণধর ইউনিয়নে আওয়ামী লীগের আবু ছায়েম রাসেল, কিরাটন ইউনিয়নে জাতীয় পার্টির রফিকুল ইসলাম, জয়কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির, নোয়াবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল, নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হেলিম, দেহুন্দা ইউনিয়নে স্বতন্ত্র র্প্রার্থী এম এ হানিফ, সুতারপাড়া ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত রয়েছে। যদিও এগিয়ে আছেন আওয়ামী লীগের কামাল হোসেন।

তাড়াইল উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। এতে ৩টিতে আওয়ামী লীগ, তিনটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, তাড়াইল সাচাইল ইউনিয়নে জাতীয় পার্টির সাঈম দাদ খান নওশাদ, তালজাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেদ ভূঞা, দামিহা ইউনিয়নে আওয়ামী লীগের এ কে মাইনুজ্জামান নবাব, দিঘদাইড় ইউনিয়নে জাতীয় পার্টির আশরাফ উদ্দিন ভূঞা, জাওয়ার ইউনিয়নে জাতীয় পার্টির ইমদাদুল হক রতন, রাউতি আওয়ামী লীগের ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়নে আওয়ামী লীগের আফরোজ আলম ঝিনুক।

বাজিতপুর উপজেলায় ১১টি ইউনিয়ন রয়েছে। এতে আওয়ামী লীগের ১১জনই বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে বিনাপ্রতিদ্বন্ধীতায় তিনজন নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন, বলিয়ার্দী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কাসেম, হালিমপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উমর ফারুক রাসেল, মাইজচর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাবারক মিয়াজি, হুমাইপুর ইউনিয়নে রফিকুল ইসলাম ধনু, দিলালপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া নোভেল, সরারচর ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন, হিলচিয়া ইউনিয়নে মাজহারুল হক নাহিদ, দিঘীরপাড় ইউনিয়নে আব্দুল কাইয়ুম, পিরিজপুর ইউনিয়নে জাফর ইকবাল জুয়েল, গাজিরচর ইউনিয়নে মো. জুয়েল মিয়া ও কৈলাগ ইউনিয়নে কায়সার হাবিব।

Share.