তাড়াইলে ২২ বছর ধরে প্রধান শিক্ষকের বেতন ভাতাদি বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের তাড়াইল তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর ভূঁইয়ার ২২ বছর ধরে বেতনভাতাদি বন্ধ রাখার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার তালজাঙ্গা বাজারে স্থানীয় এলাকাবাসির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বক্তারা বলেন, অন্যায়ভাবে ম্যানেজিং কমিটির সভাপতি শাহ অলিউল্লাহ জোবায়ের আলী আকবর ভুঁইয়ার বেতন ভাতাদি বন্ধ রেখেছেন। আদালত থেকে তিনবার বেতনভাতাদি দেওয়ার নির্দেশনা থাকলেও তা চালু হচ্ছে না। এতে ওই শিক্ষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মানবন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির চারজন সদস্যসহ মুক্তিযোদ্ধা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

বক্তব্য রাখেন তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুগদুল আলী, সদস্য আকবর হোসেন, সাবান মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, নারী নেত্রী রূপন রাণী সরকার প্রমুখ।

Share.