দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা

0

নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরাও রয়েছে। তবে ঠিক কতজন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তা জানা যায়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৬৯জন বিদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ প্রদান করা হয়েছে। পুলিশের মতে, নাস্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে এবং তাদের বাড়িতে আড্ডা দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে যৌন সম্পর্কে প্রলুব্ধ করেছিল অভিযুক্তরা।

কোরিয়ান টাইমস-এর খবরে বলা হয়েছে, দেশটির গ্যাংওয়ান প্রাদেশিক পুলিশ এজেন্সির তদন্ত দল ওই বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে। ইতোমধ্যে অভিযুক্ত বিদেশি শিক্ষার্থীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এটিকে সংবিধিবদ্ধ ধর্ষণ হিসেবে দেখেছে। কারণ, অভিযুক্তরা জানতেন যে ভুক্তভোগী নাবালক।

কোরিয়ান টাইমস আরও জানায়, দেশটির আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে তার বয়স সম্পর্কে জেনেও যৌন সম্পর্ক করলে প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ আনা হতে পারে।

Share.