নিজের বিয়ে ভেঙে দিলেন প্রধানমন্ত্রী

0

নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

রবিবার (২৩শে জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিজেই সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও ফের দ্রুতগতিতে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জেসিন্ডা আরডার্ন।

জেসিন্ডা বলেন, ‘কোভিড পরিস্থিতিতে যারা খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাদের প্রতি সমব্যথী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের আর পাঁচটা মানুষের থেকে আলাদা নই। কোভিডের কারণে মানুষ অসুস্থ হচ্ছেন, তারা বাধ্য হচ্ছেন নিজের প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে। এই বিষয়টি আমার কাছে কম বেদনাদায়ক নয়।’ সম্প্রতি আরডার্ন তার দীর্ঘ দিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন। এ পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫২ জনের।

Share.