বাজিতপুরে নাদিরা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে নুসরাত জাহান নাদিরা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ দুপুরে উপজেলার পূর্ব ভাগলপুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে নাদিরার বোন সুরাইয়া চন্দনা বলেন, ২০১০ সালে অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের ব্যাংকার দেওয়ান কাওছার আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাদিরা। স্বামীর চাকরির সুবাদে ঢাকার বনানী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরবর্তীতে স্বামীর পরকিয়ার বিষয়ে জানার পর ২০২১ সালে নাদিরাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজায় স্বামী কাওছার আহমেদ।

উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করলেও ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হলে সুরাইয়া চন্দনা ঢাকা জজকোর্ট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হলেও এখন পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট ও আসামীকে গ্রেপ্তার না করায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুক্তভোগী পরিবার।

Share.