বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউ’পি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন দাখিল

0

রাহাদ সুমন,বানারীপাড়া, বরিশালঃ
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপি নির্বাচনে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৭ অক্টোবর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বেলা ১২টায় উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বালী ও বজলুর রহমান, উপজেরা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাফিজুর রহমান মামুন প্রমুখ।

দুপুর ১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ.রাজ্জাক মাষ্টার তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের অপর দু’বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আ.রহিম খান চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিকে ১৪ অক্টোবর বিকাল ৩টায় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কবির হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রসঙ্গত সৈয়দকাঠি ইউপি নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ২৯৩ জন । এর মধ্যে নারী ৯ হাজার ৮৬৬জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৪২৭জন। আগামী ১১ নভেম্বর এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২১ জুন বানারীপাড়ার অপর ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর সবকটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন।

Share.