সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে টাকা

0

নিউজ ডেস্কঃ
সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে টাকা। শিশুর চাইতে বয়স্ক লোকের সংখ্যা বেশি হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে চীনের জিলিন প্রদেশে এই বিশেষ ঋণের পরিকল্পনা করা হয়েছে।

বিয়ে, এরপর সন্তান জন্মদানে উৎসাহিত করতে দম্পতিদের জিলিন প্রদেশের সরকার ২ লাখ ইয়েন বা ৩১ হাজার ৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৬ লাখ টাকার বেশি) ঋণ দেওয়ার ওই পরিকল্পনা নিয়েছে। কোনো দম্পতির সন্তানের সংখ্যার ওপর সুদের হার নির্ভর করবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে ২০১৬ সালে সরে এসে দেশটি। ঘোষণা করে দুই সন্তান নীতির। এরপরও দেশটিতে জন্মহার কমে যাচ্ছে। ফলে এ বছরের মে মাসে বিবাহিত দম্পতিদের ৩ সন্তান নেওয়ার অনুমোদন দেয় চীন সরকার।
সূত্র : রয়টার্স

Share.