স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্ত্রী ছায়না আক্তার (১৯) কে হত্যার দায়ে স্বামী ফায়েজ মিয়া (৩০) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান। আজ সোমবার সকালে আসামির উপস্থিতি তিনি এ রায় ঘোষণা করেন। এসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে উপজেলার দেওগর ইউনিয়নের মধ্য আলী নগর গ্রামের ছমির উদ্দিনের ছেলের সাথে একই এলাকার আক্কাছ মিয়ার মেয়ে ছায়না আক্তারের পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে চায়না আক্তার বাবার বাড়িতে বসবাস করত। এরপর নিয়মিত শ^শুড় বােিড় যাতায়াত ছিল ফায়েজ মিয়ার। বিয়ের ২৩ দিনের মাথায় শ^শুর বাড়িতে বেড়াতে গিয়ে রাতে গলায় ওড়না পেছিয়ে শ^াসরোধে স্ত্রী চায়না আক্তারকে হত্যা করে ফায়েজ। ঘটনার পরের দিন অষ্টগ্রাম থানায় চায়নার বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ফায়েজকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ফয়েজকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

Share.