কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদরে স্ত্রী জোসনা বেগম (৫০) কে হত্যার দায়ে স্বামী চাঁন মিয়া (৫৭) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচার মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া পূর্ব ভরাটি এলাকার মৃত আমির আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নিহত জোসনা বেগম প্রবাস জীবন শেষে ২য় স্বামী চাঁন মিয়ার সহিত বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাঁন মিয়া শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে এরই জেলে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার বৌলাই পূর্ব ভরাটি এলাকায় জোসনা বেগম আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় চাঁন মিয়া পথরোধ করে চুরি দিয়ে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরেরদিন জোসনা বেগমের ভাই আলাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই বছরের ৩০ নভেম্বর এস আই মিজানুর রহমান চার্জশীট দাখিল করেন।

Share.