স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ স্লোগানকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার করা হয় ।
উক্ত সেমিনারে কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আলী আকবর বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান , উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম আলামিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিমসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদেশ ফেরত পুরুষ-মহিলাগণ উপস্থিত ছিলেন।