অক্ষয় ভারতের নাগরিক নয়

0

 

অক্ষয় কুমার একজন দেশপ্রেমিকও বলিউড তারকা। শুধু তাই নয়, অক্ষয়ের ছবিগুলোর গল্পে  প্রায়ই দেশপ্রেম ফুটে উঠতে দেখা   যায়। ব্যক্তিজীবনে দেশের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার সরব ভূমিকা অনেকের নজর কেড়েছে। জানুয়ারিতে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউডের এই অভিনেতা।

উড়ি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অক্ষয়। ভারতের জন্য এতো কিছু করলেও অক্ষয় দেশটির নাগরিকই নন। শুধু তাই নয়, ভোট প্রয়োগের অধিকারও নেই তার!যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আটকানো হয়েছিল ৪৯ বছর বয়সী এই তারকাকে।

যখন হিথ্রো বিমানবন্দরে আটকানো হয়েছিল তখনই মেলে অক্ষয়ের কানাডিয়ান পাসপোর্ট। কারণ তিনি একইসঙ্গে ভারতীয় ও কানাডিয়ান দুই দেশের নাগরিক। এমনকি উইকিপিডিয়াতেও এই নায়কের জাতীয়তা কানাডিয়ান দেয়া রয়েছে। এমন হতেই পারে যে, একসঙ্গে দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন অক্ষয়।ভারতে সংবিধানে একসঙ্গে দুই দেশের নাগরিক থাকার নিয়ম নেই। তাই তিনি  ভারতের কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না।

Share.

About Author