স্টাফ রিপোর্টারঃ
ভাড়াবাসায় থেকে অবৈধ-অনৈতিক-অশ্লীল কার্যকলাপের অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাজমা (৩৮)নামের একনারীকে ২ মাসের ও সাথী (২৫) নামের অপর নারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯) ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর সদর বাজারের ডাকবাংলোর পেছনের বাসায় অভিযান চালিয়ে এ দন্ডদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একে এম লুৎফুর রহমান। দন্ডপ্রাপ্ত নাজমার বাড়ি উপজেলার আঙিয়াদি গ্রামে ও সাথীর বাড়ী একই উপজেলার হোসেন্দী এলাকায়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একে এম লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,বাড়ি ওয়ালার অভিযোগ পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে অনৈতিক-অশ্লীল কার্যকলাপরত দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজমাকে ২ মাসের ও সাথীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, বুধবার সকালে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।