অপারেশন ডেভিল হান্ট’র মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে হবেঃ ভিপি নূর

0

স্টাফ রিপোর্টারঃ

যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু বলেছেন, এই অপারেশনের মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তধারীদের নিশ্চিহ্ন করে দিতে সকলে মিলে কাজ করতে হবে। তবে নিরীহ কোন মানুষের সাথে অন্যায় করা যাবে না। কারও বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ও বিল্ডিং ভেঙ্গে দেওয়াকে গণ অধিকার পরিষদ সমর্থন করে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ  কর্তৃক আয়োজিক গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভিপি নূর আরও বলেন, গত ১৬ বছরে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম, খুন, হত্যাযজ্ঞ চালানোর পরেও তাদের কোন অনুশোচনা নাই। যার ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পতিত স্বৈরাচার ভারতের প্রেসক্রিপশনে এখনও এই দেশে অরাজগতা তৈরী করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছে। অথচ মূল নেতারা এই দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগার নেতাকর্মীরা যারা নির্যাতন করেননি তারা জনগণের কাছে ক্ষমা চান। সরকারের কাছে দাবি জানিয়েছি যেন আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। তা না হলে এই দেশে আবারও ফেসিস্ট তৈরী হবে।

ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে ভিপি নূর বলেন, গুটি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে দল করতে চাচ্ছে। বাকিদের অবদানকে অস্বীকার করে এই মানসিকতা যারা পোষণ করছেন তারা বিভাজন তৈরী করছেন। এই বিভাজন আমরা চাই না।

তিন আরও বলেন, এখন সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে জনগনের প্রতিনিধি হিসেবে সংসদের পাঠানোর। কালো টাকা, পেশি শক্তি দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর হতে দেওয়া হবে। কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখন মানুষ আবারও অতিষ্ট হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু ভালো না। যারা এমন করছেন আওয়ামী লীগের দিকে তাকান। আবারও যদি পুরনো রাজনীতির পথে হাটি এ দেশের মানুষ আবারও রুখে দাঁড়াবে। পুরাতন রাজনীতি প্রত্যাখান করে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এদেশে কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামী করে, কেউ আমেরিকা ও চীন পন্থী কোন পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশ পন্থী হতে হবে।

এসময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, গণ মাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী্, পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।

Share.