তামিম ইকবাল ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক। অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরি গুরুতর হওয়ায় নেতৃত্ব ভার নিতে যাচ্ছেন বাংলাদেশি ওপেনার।শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট কাল থেকে ।চোটের কারণে ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকতে হবে মুশফিক।দশ দিনের মতো লাগতে পারে সুস্থ হতে ইমরুলের।
১৫৯ রানের দারুণ এক ইনিংস,কিন্তু ব্যাট করার সময়ই আঙ্গুলে চোট পান। যার কারণে উইকেটরক্ষক হিসেবেও থাকতে পারেননি।বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বল হেলমেটে লাগলে আবারও ইনজুরিতে পড়েন মুশফিক। অন্যদিকে, ব্যাট করার সময় রান নিতে গিয়ে ডাইভ দেওয়ায় উরুতে চোট পান ইমরুল। তার পরিবর্তে দলে তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার।
তামিম আশা করছেন মুশফিক ও ইমরুল ইনজুরিতে পড়লেও তারা দুজন দ্রুত সুস্থ হয়ে উঠবে।ভারত সফরের আগেই মুশফিক ও ইমরুল মাঠে ফিরবে।