অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ আর সহ্য করা হবে না

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ আর সহ্য করা হবে না বলে মিয়ানমারের সামরিক শাসনবিরোধী প্রতিবাদকারীদের কড়া হুশিয়ারি দিয়েছে সেনারা। অভ্যুত্থানের সাতদিনের মাথায় বিক্ষোভ বন্ধে হিংস্র হওয়ার ইঙ্গিত দিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন সতর্কতা দেওয়া হলো।

১ ফেব্রুয়ারি সোমবার বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আর প্রতিবাদ সহ্য না করার ঘোষণা এলো আরেক সোমবার।
অভুত্থানবিরোধী বিক্ষোভ তীব্র হতে শুরু করার পর কঠোর হচ্ছে সেনারা। খবর এএফপির। বেসামরিক প্রতিবাদ-বিক্ষোভ দমনের কালো অধ্যায় রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর।
দীর্ঘ ৫০ বছর সামরিক শাসন প্রত্যক্ষ করা মিয়ানমারে ১০ বছরের বিরতি দিয়ে আবারও সেনা শাসন আসার পর থেকে নাগরিকরা বিভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ করছেন। দিন দিন প্রতিবাদ-বিক্ষোভের মাত্রা বাড়ছে।
ফলে এক সপ্তাহ দমন-পীড়ন থেকে বিরত থাকার পর রাষ্ট্রীয় এমআরটিভি জানিয়েছে, সামরিক বাহিনীর বিরোধিতা করে জমায়েত অবৈধ। এর জন্য কঠোর সাজার মুখে পড়তে হবে।

Share.