অষ্টগ্রামে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় উপজেলার আলীনগর মেসার্স এম এস বি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও মেসার্স এ জি আর ব্রিকসকে ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি এই দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের মো. আবু সাঈদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সিনিয়র কেমিস্ট কাজী সুমন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন কওে ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং দুইটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরেণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Share.