টেস্ট সিরিজের প্রথম দিনেই বিপদে পরে গেল অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করছে।অপরাজিত রয়েছেন ম্যাট রেনশ’ ৬৩ রানে করে। পুনেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।কিন্তু এখানে দাঁড়িয়ে চার বলের ব্যবধানে দুই উইকেট হারায় তারা। চা-বিরতির তিন ওভার আগে ঘটে এমন ঘটনা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ’ ৮২ রান তুলে ফেলেন। কিন্তু দলীয় ২৮তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। উমেশ যাদবের পরের বলে রিটায়ার্ড হার্ট (৩৬) হয়ে সাজঘরে যান রেনশ’।
যখন ৬০তম ওভারের দ্বিতীয় বলে পিটার হ্যান্ডসকম্বকে (২২) ফেরান রবীন্দ্র জাদেজা। এর পরের ওভারের প্রথম বলে স্টিভেন স্মিথকে (২৭) ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৪ বলের ব্যবধানে দুই উইকেট হারায় তারা। এতে ৪ উইকেটে ১৫৩ রান নিয়ে চা-বিরতিতে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
পরে আবার ম্যাট রেনশ মাঠে নামেন আরেক সহম্যাট কে নিয়।