আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মুক্তিযদ্ধের সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি’র

0

নিজস্ব প্রতিবেদকঃ

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এ কথার পরিবর্তে, বিচারের বাণী বৃথা যাবে না এই শ্লোগনকে সামনে রেখে সততা ও দৃঢ়তার সাথে বিচার বিভাগ ও সংবিধানকে সমন্বিত রেখে বিচারক ও আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বিকেলে কিশোরগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন ও আইনজীবী সমিতির জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভবন এর নির্মাণকাজের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আরো বলেন, দেশে শুধু আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী শুসান প্রতিষ্ঠা সবার লক্ষ্য হওয়ায় উচিত। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের সুফল বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় র্ভাচ্যুয়ালি উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার।

এসময় কিশোরগঞ্জে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন প্রমুখ।

Share.