নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেছেন, বিএনপি’র নেতাকর্মীরা করোনার টিকা নিয়ে রাজনীতি করতে চেয়েছে। সাধারণ মানুষকে করোনার টিকা না নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভূল বুঝিয়েছে। কিন্তু তারাই আজ করোনার টিকা নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে।
আজ বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা লিটার তেল।
বিএনপি’র উদ্দেশ্যে টিটু আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। ক্যান্টনম্যান্ট থেকে লাফ দিয়ে পড়া কোন দল না। আপনারা সরকারের সকল উন্নয়নমূলক কাজে বিরোধীতা করে আসছেন। কিন্তু দয়া করে সাধারণ মানুষকে মেরে ফেলে সরকারের বিরোধীতা করবেন না। এসময় তিনি দেশের এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন আহমেদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুইটি ইসলাম, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ফারুক, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক ব্যয়ামাগার সম্পাদক ও যুব লীগ নেতা আবু তালেব আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সোলায়মান আবেদীন, মেহেদী হাসান তুষার, সারোয়ার জাহান রিজন, এহতেশামুল হক জীবন, আশিকুর রহমান সোহান প্রমুখ।