মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে। আগামি ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনবে এশিয়ার দেশগুলো। ইউরোপিয় আমদানিকারকরা ছাড় পেলেও মার্কিনদের বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে।
সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয় ২০২১ সালে এশিয়ার দেশ গুলোর জন্য আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের জন্য ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো। তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে এক ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।