আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবেঃ নূর মোহাম্মদ

0

মিজানুর রহমানঃ

পাকুন্দিয়ায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – ২ ( কটিয়াদি – পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা গুলো বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে। স্মার্টনেস কি? যারা সব কাজে পারদর্শী, একটা স্মার্ট ছেলে মেয়ে বা যে কোন একটা স্মার্ট মানুষকে যে কোন কাজ দিবেন তখন সে সেটাই করে দিতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আজকে যারা লেখা পড়া করছেন তারাই আগামী দিনে স্মার্ট মানুষ হিসেবে বড় হয়।

কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, কটিয়াদি মডেল থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আহমেদ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হয়।

Share.