আছাদুজ্জামান খন্দকার:
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পাকুন্দিয়া-হোসেনপুর) এলাকার পরিচালক পদে আজহারুল হক খোকন নির্বাচিত হয়েছেন। সোমবার (১৩ডিসেম্বর) বিনা প্রতিদ্বন্ধিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার উপ-পরিচালক (অর্থ) মো.শামীম হোসেন তাকে নির্বাচিত ঘোষণা করেন। আজ মঙলবার দুুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম মো.শহিদুল আলম।
জানা যায়, ওই পদে মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়ন পত্র বাতিল হয়। পাকুন্দিয়ার আজহারুল হক খোকন ও হোসেনপুরের শাহজাদা সজিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন শাহজাদা সজিব তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে আর কোনো প্রার্থী না থাকায় আজহারুল হক খোকনকে পরিচালক হিসেবে ঘোষনা করা হয়।
আজহারুল হক খোকন পাকুন্দিয়া পৌর এলাকার বীর পাকুন্দিয়া সরকার বাড়ির মৃত মো.নুরুল হকের ছেলে। তিনি উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিআরডিবির দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২, ৫ ও ৬ নম্বর এলাকার পরিচালক পদে নির্বাচন আগামি ৯জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগেই কিশোরগঞ্জ-২ এলাকার পরিচালক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আজহারুল হক খোকন নির্বাচিত হওয়ায় এখন শুধুমাত্র ৫ ও ৬নম্বর এলাকায় নির্বাচিত অনুষ্ঠিত হবে।