আতিকুর রহমান নিহত হওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবীতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) এর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাটিকে রহস্যজনক দাবী করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবী উঠেছে।

উক্ত দাবীতে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুর ১২ টায় কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে ঘটনাটিকে পরিস্কার হত্যাকান্ড বলে দাবী করেন। তাই অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্য প্রকৃত সত্য উদঘাটনের দাবী জানান।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় রহস্যজনকভাবে নিহত হন সৈয়দ আতিকুর রহমান। নিহত সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে। তিনি নিকলী উপজেলার ধারীশ্বর গ্রামের সৈয়দ বাড়ির সন্তান।

এ ঘটনায় নিহত আতিকের পিতা সৈয়দ আবু সাহিদ একজনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share.

About Author