স্টাফ রিপোর্টারঃ
চলতি বছর আমন মৌসুমে কৃষকের থেকে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ ৭ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে ‘সারাদেশে আমন ধান চাল সংগ্রহ-২০২১-২২-এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মন্ত্রী বলেন, গুদামে ধান দেয়ার সময় কৃষককে যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে কৃষকের স্বার্থের কথা চিন্তা করে; তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য ধান-চাল কেনার ক্ষেত্রে ধানকে অগ্রাধিকার দিতে বলেন মন্ত্রী।
এর আগে কিশোরগঞ্জ জেলা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কৃষক প্রতিনিধি ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।
এসময় স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা মোঃ ফরহাদ খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিনসহ কর্মকর্তা, কর্মচারী ও কৃষক উপস্থিত ছিলেন।
জেলায় আমন ধান চাল সংগ্রহ-২০২১-২২ মৌসুমে লক্ষ্যমাত্রা ধান ৪৬৫৩ মেট্রিক টন ও চাল সিদ্ধ ৪৯০০ মেট্রিকটন। ০৭ নভেম্বর ২০২১ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।