মাই ২৪ বিডি ডেস্কঃ
কোনো দেশ যদি ভ্যাকসিনের দাম বেশি বলে তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করব। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক।
তিনি আরো বলেন, এই মুহূর্তে সকলের অপেক্ষা আমরা কবে ভ্যাকসিন আনবো এবং সবাইকে দেওয়া যাবে। তবে ভ্যাকসিন আনা কঠিন কাজ না। কঠিন কাজ সকলকে দেওয়া। আমরা সকলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। এবং আমরা সফল হবো। ১৭ কোটি মানুষকে একদিনে দেওয়া যাবে না ধাপে ধাপে দিতে হবে। এবং ১৭ কোটি মানুষকে ভ্যাকসিন পৌঁছে দিয়ে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারবো বলেও জানান অর্থমন্ত্রী।