স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নিজেকে সম্ভাবনাময় প্রার্থী দাবি করে প্রচারণা শুরু করেছে সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের থানারঘাট বাজার থেকে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তাকে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল, পিক আপ ভ্যান ও মাইক্রোবাস নিয়ে তাকে স্বাগত জানায়।
সাবেক এমপি সোহরাব উদ্দিন বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। নির্বাচনকে প্রতিনিধিত্বমূলক করে নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কোনা বাধা নেই বলেছেন তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে প্রস্তুত। আমি ২০১৪ সালে নির্বাচিত হয়ে যে উন্নয়ন করেছি তা ২০১৮ সালে এসে থেমে যায়। সারা দেশে উন্নয়ন হলেও ২০১৮ সালের পর থেকে এই এলাকায় উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়ন করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। আমি ডামি প্রার্থী না, আমি সম্ভাবনাময় প্রার্থী। আমি মনে করি এলাকার সকল মানুষ আমাকে ভোট দিবে আমি নির্বাচিতও হবো।
এসময় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শামসুদোহা দোহা, ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিনসহ বিভিন্ন প্রর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, সোহরাব উদ্দিনের পক্ষ থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে নমিনেশন পেপার সংগ্রহ করা হয়েছে।