আমেরিকার ভিসা নীতি এ দেশের জন্য লজ্জা

0

নিজস্ব প্রতিবেদকঃ
আজকে দেশ নিয়ে খেলা করা হচ্ছে। আমেরিকার ভিসানীতি এদেশের জন্য লজ্জা। আমরা কি দুর্নীতি ও অনাচারগ্রস্থ নাজেরিয়ার মতো সমান। মুক্তিযুদ্ধের এই স্বাধীন দেশে এর আগে কত সরকার গিয়েছে কখনও এমন আইন আসে নাই। আমেরিকার রাষ্ট্রদুত আগে পতাকা নিয়ে চলতেন এখন পতাকা ছাড়া চলে এইটা তার জন্য অসম্মান। রাষ্ট্র ব্যবস্থা দেশের সংবিধান অনুযায়ী চলে ক্ষমতা এমন কোন জিনিস নয় যে যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন। ক্ষমতা দেশের সংবিধান অনুযায়ী প্রাপ্য।

শনিবার (২৭ মে) বিকেলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক রথখলা ময়দানে জনসমাবেশে এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরো বলেন, বর্তমান সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা তো দূরের কথা ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠু করা সম্ভব নয়। ভোট ছাড়া এমপিদের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদ ভাঙতে হবে। আওয়ামী লীগ বিএনপি’র জনপ্রিয়তাকে ভয় পায়, আর সে কারণে ২০১৮ সালের নির্বাচনে রাতে ভোট চুরি করে জয় লাভ করেছে। জনগণের নির্বাচিত সরকার হলে জবাবদিহিতা করতে হতো। জিনিসপত্রের দাম বাড়তো না। জনগণের শক্তির উপর ভিত্তি করে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন। জনগণের সম্মিলিত শক্তির মুখে এই সরকারকে পরাজিত করতে বাধ্য করা হবে।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, এ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ঈসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

Share.