স্টাফ রিপোর্টারঃ
র্যাবের অভিযানে ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ৮৭ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বিকেলে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার অষ্ঠজঙ্গল এলাকার মৃত শাহদৎ আলীর ছেলে তনু মিয়া (৬০) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া উপজেলার বাঘড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ কবির (৩৭)। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ফেন্সিডিল পাইকারি খুচরা বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানার পর উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে মাদক ব্যবসায়ীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।