খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোগঞ্জের হোসেনপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো:খুর্শিদ উদ্দিন এবারও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী হয়ে তৃতীয় বারের মত হ্যাট্রিক করতে চান।
শুক্রবার রাতে উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল-ভরুয়া গ্রামের মিলন মসজিদ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মো.খুর্শিদ উদ্দিন বিগত গ্রাম সরকারের প্রধান, ইউপি মেম্বার এবং এ ইউনিয়নে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি থাকা কালে তার সততা, ন্যায়বিচার, সমবন্টন ও গরিবের বন্ধু হিসেবে এলাকায় সুনাম রয়েছে।
মো: আবদুল ওয়াহাবের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো:খুর্শিদ উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন মিজানুর রহমান খসরু,আবু তাহের,জালাল উদ্দিন ফারুকী,মাওলানা সিদ্দিক হোসেন, শফিকুর রহমান জুয়েল প্রমুখ। বক্তারা বিপুল ভোটের মাধ্যমে আড়াইবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক করতে চান।