আড়াইবাড়িয়া ইউপিতে হ্যাট্রিক করতে চান খুর্শিদ উদ্দিন

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ

কিশোগঞ্জের হোসেনপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে  দুই বারের নির্বাচিত  চেয়ারম্যান মো:খুর্শিদ উদ্দিন এবারও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী হয়ে তৃতীয় বারের মত হ্যাট্রিক করতে চান।

শুক্রবার রাতে উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল-ভরুয়া গ্রামের মিলন মসজিদ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মো.খুর্শিদ উদ্দিন বিগত গ্রাম সরকারের প্রধান, ইউপি মেম্বার এবং এ ইউনিয়নে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি থাকা কালে তার সততা, ন্যায়বিচার, সমবন্টন ও গরিবের বন্ধু হিসেবে এলাকায় সুনাম রয়েছে।

মো: আবদুল ওয়াহাবের  সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো:খুর্শিদ উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন মিজানুর রহমান খসরু,আবু তাহের,জালাল উদ্দিন ফারুকী,মাওলানা সিদ্দিক  হোসেন, শফিকুর রহমান  জুয়েল প্রমুখ। বক্তারা বিপুল ভোটের মাধ্যমে আড়াইবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক করতে চান।

Share.