ইউক্রেনকে আত্মসমর্পনের আহ্বান রাশিয়ার

0

নিউজ ডেস্কঃ
ইউক্রেনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যথায়, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ সেনা অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার ইউক্রেনের মারিউপোল, খারকিভ, সুমি ও রাজধানী শহরে কিয়েভে হিউম্যানিটারিয়ান করিডোরের অংশ হিসেবে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতেই এই সম্মতি পুতিন বাহিনীর। এর আগে শনিবারও মারিউপোলে সাময়িক অস্ত্রবিররিত দেওয়া হয়েছিল। পরবর্তী দুই দিনে ওই নগরী থেকে প্রায় ২ লাখ লোক বেসামরিক জনগণ সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভে আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি দেশটিতে সেনা অভিযান চালিয়ে যাবেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরীতে আটকে পড়া বেশিরভাগ লোককেই রুশ বাহিনী ঘিরে রেখেছে। গত ছয় দিনেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ থেকে বাঁচতে লুকিয়ে আছেন তারা। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রুশ সেনারা। সূত্রঃ রয়টার্স

Share.