ইটনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৯ টি ইউনিয়নে একযোগে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, আত্নহত্যার প্রবণতা, সড়ক দুর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু রোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে বড়িবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো:মোখলেছুর রহমান।

ইটনা থানার এস আই খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তার, বড়িবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: মহিউদ্দিন, বড়িবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ব্যাবসায়ী হারজুল হক প্রমুখ।

সভাসমূহে বিটের জনপ্রতিনিধি, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম, বিট অফিসার, গ্রাম পুলিশসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

Share.