স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ১০৯ জন বিএনপি নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে বিচারকের নির্দেশে কারাগারে প্রেরন করা হয়েছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ১১২ জন নেতা-কর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান তিনজনের জামিন মঞ্জুর করেন। মামলার এজাহার মতে আসামীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সংঘর্ষের অভিযোগ রয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ অভিযোগে ইটনা থানার বাদলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ তাওহিদ বিশ্বাস বাদী হয়ে ১২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।