ইটনা হাওরে কার্গো জাহাজ শ্রমিক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মুসলিম উদ্দিন (৫০) নামে এক কার্গো জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাজারিকান্দা হাওরের তৌফিক পল্লীর সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামে মান্নান মিয়ার ছেলে। তিনি পাথর বোঝাই কার্গো জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, গতকাল সোমবার (১০ জুলাই) সন্ধ্যা পাথর বোঝাই কার্গো জাহাজ ইটনা উপজেলার হাজারি হাওরের তৌহিদ পল্লীর সামনের এলাকায় আটকে যায়। আটকে যাওয়া ওই কার্গো জাহাজটি ওই স্থান থেকে ছুটাতে তিনি হাওরে নামেন। জাহাজটি ছুটিয়ে উঠার সময় শ্রমিক মুসলিম উদ্দিন তলিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবিরি লিডার আমিনুর রহমানের নেতৃত্বে ডুবরি কবির হোসেন ও বিদ্যা সাগর উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এখনও তলিয়ে যাওয়ায় শ্রমিককে উদ্ধার করতে পারেনি তারা। হাওরে প্রবল বাতাস ও স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

Share.