স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। আগামি তিন বছরের জন্য গঠিত কমিটিতে আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানকে সভাপতি ও মোঃ মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের রথখলা এলাকায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাসুদুল হাসান মাসুদ।
এসময় ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এছাড়া প্রত্যেকটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন।
বিজয়ীরা হলেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এম এ মুসা, মোঃ আব্দুল আহাদ মানিক, আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন, মোঃ নূরে আলম দিপু। যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম শামীম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন মোহন। অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ ইসহাক ভূইয়া। সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার রাজীব, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান বাবুল, কার্যকরি সদস্য আলহাজ্ব মোঃ আবুল হাসান লাক্কু, মুসা মারুয়া, আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন (তুতু), মোঃ হাবিব খান, মোঃ আল আমিন, আলহাজ্ব মোহাম্মদ আলী, জহিরুল হক।
এসময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ওসমান গণি, নির্বাচন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম রতনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।