স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলীতে ইটের পরিমাপে কারচুপির প্রমান পাওয়ায় মেসার্স কামাল ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার নিকলী উপজেলার কামাল ব্রিকসে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ইটের সঠিক সাইজ নিশ্চিতকরণে তদারকিকরণ ও পরিমাপে কারচুপি প্রতিরোধ কল্পে অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক
এসময় ইটের সঠিক সাইজ নিশ্চিত করণে এবং ইটের মূল্য প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তর। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা পুলিশ।