এখনো ৪৮ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ ৭,এখনো উইন্ডোজ ৭-এর মায়া কাটাতে পারেননি অনেকে।উইন্ডোজ ১০ বাজারে আসার পর এক বছর পার হয়ে গেল, কিন্তু বাজারে তেমন সারা পাচ্ছে না।জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে উইন্ডোজ ১০ চালিত নানা যন্ত্র দেখা গেছে।এ ধরনের নতুন যন্ত্র উইন্ডোজ ১০-এর ভাগ্য খুলেছে। নতুন পিসি ও ট্যাবলেটের কারণে অনেক গ্রাহক মাইক্রোসফটের হালনাগাদ অপারেটিং সিস্টেমে বিনিয়োগ করেছেন।
এখনো উইন্ডোজ ৭-এর মায়ায় থাকা ব্যবহারকারীদের হাতে। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, উইন্ডোজ ১০-এর ভাগ্য ।২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত হিসাব ধরলে উইন্ডোজ ৭ এখনো ৪৮ শতাংশ বাজার দখল করে আছে। উইন্ডোজ ১০ দখল করেছে ২৪ শতাংশ। উইন্ডোজ ৮.১-এর দখলে বাজারের ৭ শতাংশ, উইন্ডোজ ৮-এর ২ শতাংশ।
উইন্ডোজ ৭ সফটওয়্যারটি করপোরেট প্রতিষ্ঠানগুলো ভালো একটি সফটওয়্যার হিসেবে গ্রহণ করেছে।তারা এটি ব্যবহার করে দেখেছে, তাদের বিদ্যমান অবকাঠামোর সঙ্গে এটি মানিয়ে যায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মীরা এটি ব্যবহার করতে পারেন। গ্রহকরা মনে করে, উইন্ডোজ ৭ ছেড়ে ১০-এ যেতে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
মাইক্রোসফট যদি এক্সপির মতো উইন্ডোজ ৭ ছেড়ে যেতে বাধ্য না করে, তবে এক্সপির মতোই ভাগ্য হবে উইন্ডোজ ৭-এর। এটাই এখন মাইক্রোসফটের মাথাব্যথার কারণ। ২০১৮ সালের মধ্যে ১০০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ ইনস্টল করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।