প্রতিনিধি, ভৈরবঃ
ভৈরবে শিবপুর ইউনিয়নে আলগরা খেয়াঘাটে ব্রক্ষ্মপুত্র নদে সংযোগ সেতু না থাকায় চরম দূভোর্গে ভৈরব ও বেলাব ২ উপজেলার হাজার হাজার যাত্রীদের । স্বাধীনতার ৪৯ বছরেও ব্রক্ষ্মপুত্র নদের উপর সেতু নির্মিত না হওয়ায় প্রতিদিন খেয়া দিয়ে পার হতে হয় ২ উপজেলার বাসিন্দাদের ।
কিশোরগঞ্জের ভৈরবের পশ্চিমে নরসিংদী জেলার বেলাব উপজেলা । কিন্তুু ২ উপজেলার আলগড়া নামক স্থানে ব্রক্ষ্মপুত্র নদ দিয়ে প্রতিদিন খেয়া পারপার হতে হয় ২ উপজেলা বাসিদের। নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ, নারায়নপুর, নীলক্ষাসহ ৩টি ইউনিয়নের শত শত মানুষ তাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের নিত্য প্রয়োজনে ব্রক্ষ্মপুত্র নদের খেয়াপাড়ি দিয়ে ভৈরবে আসতে হয় । আর ভৈরবের মানুষ নিত্য প্রয়োজনে তাদের আত্নীয়-স্বজনের বাড়ি যাতায়াতে খেয়া পার হয়ে বেলাব যেতে হয় ।
বেলাব উপজেলার সররাবাদ গ্রামের আনোয়ার হোসেন, রমজান আলী, মারফত মিয়াসহ অনেকই ক্ষোভ প্রকাশ করে বলেন,স্বাধীনতার ৪৯ বছর ধরে ব্রক্ষ্মপুত্র নদের উপর একটি সড়ক সেতু নির্মাণের দাবী জানিয়ে আসছি আমরা ২ উপজেলাবাসি । সেতু না থাকায় অনেক সময় খেয়াপারাপারে বিলম্ব হয়ে সময় নষ্ট হয় । এতে অনেক অসুস্থ রোগী, শির্ক্ষাথীরা সময় মতো গন্তব্যে পৌছতে না পারায় ভোগান্তি যেন পিছু ছাড়ছেনা আমাদের । শুধু তাই নয় রাতের বেলা খেয়া পাওয়া যায়না । ফলে মূমূর্ষ রোগী নিয়ে বিপাকে পড়তে হয় । এছাড়া ঝড়-বৃষ্টি হলে প্রায়ই খেয়া ডুবে মৃত্যুর আশঙ্কা রয়েছে। শুষ্ক মৌসুমে নদীর দীর্ঘতা ছোট আকার ধারণ করলেও বর্ষা মৌসুমে নদীর দীর্ঘতা বেড়ে যায় । তখন ভোগান্তীর মাত্রা আমাদের আরো বেড়ে যায় কয়েকগুণ । তাছাড়া শম্ভুপুর হাইওয়ে সড়ক থেকে আলগড়া খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি পাকাকরণ না করায় প্রায়ই রিক্সা, ইজিবাইক উল্টে দূর্ঘটনার স্বীকার হতে হয় যাত্রী ও চালকদের । তাই সেতুটি নিমার্ণের পাশাপাশি সড়কটি ও পাকাকরণের দাবী ভূক্তভোগী ২ উপজেলার বাসিন্দাদের ।
এ বিষয়ে ভৈরবের শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম জানান,স্বাধীনতার পর থেকে বেলাব উপজেলাবাসির দাবি একটি সেতু নিমার্ণের । কিন্তুু সেতুটি নির্মাণ না হওয়ায় ভৈরব ও বেলাব ২ উপজেলার হাজার হাজার মানুষ দূভোর্গে নদী পার হয় । বেলাব উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্য ,শিক্ষা ও চিকিৎসা ভৈরবের উপর নির্ভরশীল । সেতুটি নির্মিত হলে তাদেও কষ্ট লাঘব হবে ।
এ বিষয়ে বেলাব উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, নরসিংদীর বেলাব ও কিশোরগঞ্জের ভৈরবে আলগড়া নামক স্থানে ব্রক্ষ্মপুত্র নদের উপর ২শ ৪০ মিটার দৈর্ঘের সংযোগ সেতু নিমার্ণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে । একনেকে সেতুটির নিমার্ণ প্রকল্প পাস হলে দ্রƒত নিমার্ণ কাজ শুরু হবে । সেতুটি নির্মিত হলে ২ উপজেলাবাসির দূভোর্গ লাঘব হবে ।
এ বিষয়ে ভৈরব উপজেলা প্রকৌশলী মোঃ আবু ইফসুফ জানান, শম্ভুপুর হাইওয়ে সড়ক থেকে আলগড়া খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি পাকাকরনে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের কাছে ডিও লেটার পাঠানো হয়েছে ।