এক নৌকার জন্য ৮ মাঝির নাম পাঠিয়েছে কেন্দ্রে

0

আছাদুজ্জামান খন্দকারঃ
সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনে তফসিলভুক্ত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা। এখানে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়ে জেলা কমিটির কাছে আবেদন করেছেন আটজন। শনিবার ছিলো আবেদন করার শেষ দিন।

সপ্তম ধাপের তফসিলভুক্ত হওয়ায় আগামি দুই নভেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ঘোষণা মতে গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন নিয়েছে জেলা আওয়ামীলীগ। এখানে একটি নৌকার জন্য দলের আট নেতা আবেদন করেছেন।

আবেদনকারীরা হচ্ছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো.বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মো.ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান চুন্নু, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ ও পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.মোজাম্মেল হক।

আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা প্রতিটি আবেদন যাচাই-বাছাই করে আজ রবিবার সকালে আটজনের নামই কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

Share.