এখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ

0

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। প্রথমটিতে তারা স্বাগতিকদের কাছে হেরে গেছে ৬ রানে। দ্বিতীয়টি হবে বৃহস্পতিবার। এই সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কাকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথম ম্যাচ হবে ১৭ ফেব্রুয়ারি। শেষটি খেলবে ২২ ফেব্রুয়ারি। এরপর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের যাবে অস্ট্রেলিয়া।

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি পুনেতে। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলার পরের দিন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এতে ভারতের সিরিজের জন্য অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজেলউড, উসমান খাজা ও মিচেল মার্শের মতো খেলোয়াড়রা। এতে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দেখা যেতে পারে। ওই সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা না করলেও অধিনায়কের বিষয়টি নিশ্চিত করেছে। গত বছর অ্যারোন ফিঞ্চের কাছ থেকে টি-টোয়েন্টির নেতৃত্ব নেন স্মিথ। সেই স্মিথের অনুপস্থিতিতে এবার দায়িত্ব নিলেন ফিঞ্চ। শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে দলের সঙ্গে থাকবেন না কোচ ড্যারেন লেহম্যান। জাস্টিন ল্যাঙ্গার থাকবেন তাদের কোচ। মূলত, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষের সিরিজ একেবারে পাশাপাশি হওয়ায় এই অবস্থা।

Info : mzamin.com

Share.

About Author