এটা কোন ভবন নয়; এটা মুক্তিযুদ্ধ স্মারকঃ এম পি নূর মোহাম্মদ

0

প্রতিনিধি, পাকুন্দিয়াঃ

এটা কোন ভবন নয়, এটা মুক্তিযু্দ্ধ স্বারক। ১ শত বছর পরও ভবন দেখে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে। আজ ৪ ফ্রেব্রুয়ারী পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভনন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ-২( পাকুন্দিয়া- কটিয়াদী) আসনের মাননীয় সাংসদ নূর মোহাম্মদ তাঁর বক্তব্যে এ কথা বলেন।

পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে  উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  ভবনের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, পাকুন্দিয়া সরকারী কলেজে অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিসবাহ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা এ্যাড,জাহাঙ্গীর আলম শওকত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহম্মেদ।

উল্লেখ্য, এটি নির্মাণ করতে ২২,৫২,৫১০ টাকা ব্যয় হবে। এ দিকে অনুষ্ঠান শেষে মাননীয় সাংসদ পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Share.