এডঃ মোজ্জামেল হক খান রতনের মৃ্ত্যুতে নাগরিক শোকসভা

0

হাওরঞ্চল প্রতিনিধিঃ

“নয়নের সমুখে তুমি নাই,নয়নের মাঝ খানে নিয়েছ ঠাঁই, তুমি আজ  কেবলি ছবি” কিশোরগঞ্জের  নিকলী  উপজেলার নানশ্রী গ্রামের ঐতিহাসিক মিয়া পরিবারের  সাবেক চেয়ারম্যান মরহুম জহিরুল হক খানের জৈষ্ঠ্যপুত্র বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ন্যাপ (মোজাফফর) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বৃহত্তর ময়মনসিংহের সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি ১৯৭৩ও ১৯৮৬ সালে ১৫ দলের জাতীয় সংসদ নির্বাচনে  ন্যাপের মনোনিত প্রার্থী এডঃ মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে নাগরিক শোকসভা হয়েছে।

আজ শুক্রবার (৮জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরীর হল রুমে নাগরিক শোকসভার আয়োজন করা হয় ।

মোজাম্মেল হক খান রতন ১৯৮৮ সালে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সম্পাদক জেলা প্রেসক্লাবের সন্মানিত সদস্য নির্বাচিত হোন।

শোক সভায় সুশিল সমাজের লোকজনসহ সাংবাদিক, তাঁর সহকর্মী আইনজীবি এবং বিভিন্ন দলের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে হল রুম ।

বীর মুক্তিযোদ্বা হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তারা মরহুমের জীবনের উপর রাজনৈতিক, সামাজিক, ছাত্র জীবনের  বিভিন্ন দিক নিয়ে  বক্তারা   স্মৃতিচারণ করেন।  এ সময় অনেকের চোখে পানি চলে আসেতে দেখা যায়  । ডাঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , জেলা বারের সভাপতি এডঃ শাহ আজিজুল হক, গনতন্ত্রী পার্টির সভাপতি এডঃ ভুপ্রেন্দ ভৌমিক দোলন,  এডঃ অশুক কুমার সরকার, এডঃ নাসির উদ্দিন খান, বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এডঃ নুরুন্নবী বাদল, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান রতন এর ছোট ভাই এডঃ সাইফুল হক খান সাজন, লেখক সাংবাদিক মু.আ.লতিফ, সংবাদের জেলা প্রতিনিধি মস্তুফা কামাল , নিকলী মুক্তিযোদ্বা কলেজের (অবঃ) অধ্যক্ষ বজেন্দ্র দেবনাথ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডঃ মায়া ভৌমিক, গিয়াস উদ্দিন মিলকি , দৈনিক ইনকিলাবের নিকলী সংবাদদাতা মোঃ হেলাল উদ্দিন, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ

উল্লেখ্য, সিনিয়র আইনজীবি আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা এড. মোজাম্মেল হক খান (রতন) (৭৮) গত সোমবার (২১ডিসেম্বর) ঢাকায় ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন । (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাযিউন)।

Share.