স্টাফ রিপোর্টারঃ
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাশেদুল হক রবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জের সভাপতি জনাব স্বপন কুমার বর্মন এবং এপেক্স জেলা-০১ এর গভর্নর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। ন্যাশনাল অবজার্ভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ডাঃ এ.এ.এম আবু তাহের।
এজিএমে ২০২৬ বর্ষের নতুন ক্লাব বোর্ড ঘোষণা করা হয়। নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মোঃ জুলিয়াস ও সেক্রেটারি হিসেবে এপেক্সিয়ান মোবারক হোসেন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দীন এবং সহকারী নির্বাচন কমিশনার এপেক্সিয়ান ডাঃ মাজহারুল ইসলাম ও এপেক্সিয়ান আবু রায়হান ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আনিসুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আহসান জামিল খান রাকিব, মেম্বারশিপ অ্যান্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলাম, ফিলোশিপ ডাইরেক্টর এপেক্সিয়ান ডাঃ এমদাদউল্লাহ ফাহিম, পাবলিক স্পিকিং অ্যান্ড রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান মোঃ দীন ইসলাম, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান তানভীর আহমেদ খোকন, এপেক্সিয়ান সুজন চৌধুরী, এপেক্সিয়ান রিপনসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি স্মারক প্রকাশ করা হয়।