নিউজ ডেস্কঃ
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই বিশ্বকাপে সৌম্য, লিটন পারফর্ম করেনি বলেই এতো হুলুস্থুল! কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। (সবার কথায়) এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না! আজ শনিবার বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিসিবি সভাপতি।
পাপন আরো বলেন, মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই।’
দল নিয়ে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও বিসিবি প্রধান মনে করেন এটা ঠিক হয়ে যাবে, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন?
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											